তিতাস উপজেলার দুই প্রকৌশলীর মৃত্যু

 

অফিস রিপোর্টার।।

আট মাসের ব্যাবধানে কুমিল্লা তিতাস উপজেলার দুই প্রকৌশলী মৃত্যুবরণ করেছেন। একজন স্ট্রোক করে অপরজন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যান। রোববার ঢাকার একটি হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রকৌশলী ওবায়দুর রহমান। উপজেলা প্রশাসনের সূত্র জানায়, প্রকৌশলী ওবায়দুর রহমান মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। কারণ তার আপন বড় ভাই, ভাবী ও বড় বোনও এ মাসেই রোগাক্রান্ত হয়ে মারা যান। অপরদিকে প্রকৌশলী মো. মুহিব উল্লাহ গত বছরের ২৩ নভেম্বর স্ট্রোক করার পর ঢাকা নেওয়ার পথে ইন্তেকাল করেন।