দাউদকান্দিতে হাইওয়ে পুলিশের সদস্যকে পিটিয়ে হত্যা

প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে হাইওয়ে পুলিশের এরশাদ আলী নামের এক সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশ কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার খাইরুল আলম।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগ,যুবলীগের সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে দাউদকান্দি সুন্দলপুর ইউনিয়ন পরিষদে আগুন দেয়া হয়। পুড়িয়ে দেওয়া হয় দুটি সিএনজি অটো রিকশা ও ৬টি মোটর সাইকেল।
পুলিশ সুপার খাইরুল আলম জানান, দুবৃর্ত্তরা এরশাদ আলী নামের একজন পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হত্যা করেছে। এছাড়া ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুরাতন ভবনে আগুন দেয়। পরে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানায় আগুন দেয়। পুলিশের একটি প্রাইভেটকার ও রেকারে আগুন দেওয়া হয়।