দি স্কলার ফাউন্ডেশন বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা

কুমিল্লা সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ ও কুমিল্লা মেট্রোপলিটন কমার্স কলেজের মাদার অর্গানাইজেশন দি স্কলার ফাউন্ডেশন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা গত ২৮ ফ্রেব্রুয়ারি কুমিল্লা ভার্চুয়াল ফান টাউনে অনুষ্ঠিত হয়।
সমিতির সেক্রেটারি ও কুমিল্লা সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মহি উদ্দিনের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ও কুমিল্লা সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি মিয়া মো. সোহেল।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মাওলানা আবু তালেব। পরিচয় পর্ব শেষে সমিতির রিপোর্ট উপস্থাপনের পর আলোচনা সভায় বক্তব্য রাখেন কুমিল্লা সেন্ট্রাল স্কুলের পরিচালনা কমিটির জেলা প্রশাসক কর্তৃক মনোনীত সদস্য ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, কুমিল্লা মেট্রোপলিটন কমার্স কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও কুমিল্লা সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা কমিটির সদস্য হাসানুজ্জামান হাসনাত, সমবায় সমিতি পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ আবু জাফর সিদ্দিক, স্কুল পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ উল্লা তালুকদার, ইউনুছ আলী রিপন, ফয়েজ আহমেদ ।
অনুষ্ঠানের সভাপতি মিয়া মো. সোহেল তাঁর সমাপনী বক্তব্যে বলেন- সমবায় সমিতি হলো একতা, সহযোগিতা এবং আর্থ—সামাজিক উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। আমাদের দেশে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি এবং জীবনমান উন্নয়নে সহায়তা করে।
অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন- সমবায়ের মূল লক্ষ্য হলো সদস্যদের আর্থিক ও সামাজিক কল্যাণ নিশ্চিত করা। এটি এমন একটি ব্যবস্থা, যেখানে ব্যক্তি বিশেষের পরিবর্তে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে উন্নয়ন সাধিত হয়।
সমিতির সেক্রেটারি মো, মহিউদ্দিন বলেন- আমরা যদি সবাই মিলে সততা, ন্যায্যতা এবং নিষ্ঠার সঙ্গে কাজ করি, তাহলে আমাদের এই সমবায় সমিতি শুধু আমাদের নয়, বরং আমাদের পুরো সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় উপস্থিত ছিলেন দি স্কলার ফাউন্ডেশন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সদস্যরা।

-প্রেস বিজ্ঞপ্তি।