দুই যুগ পূর্তি উদযাপন করেছে বাঁধন কুভিক ইউনিট

 

 

আবু সুফিয়ান রাসেল।।

বর্ণিল আয়োজনে দুই যুগ পূর্তি উদযাপন করেছে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন কুভিক ইউনিট। গত ২৪ অক্টোবর কেক কাটা, আলোচনা সভা, শোভাযাত্রা, বৃক্ষরোপণ ও রক্তদানের মধ্য দিয়ে নানা আয়োজনে দুই যুগ পূর্তি উদযাপন করে বাঁধন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ (কুভিক) ইউনিট।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিটের পপ্রধান পৃষ্টপোষক অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মো. মোশারফ হোসেন ভূঞা। সম্পাদক শিক্ষক পরিষদ মোহাম্মদ শাহজাহান। ইউনিটের উপদেষ্টা নিলুপার সুলতানা, মোহাম্মদ মনির হোসেন, শিক্ষক পরিষদ যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইউনুস মিঞা , সুমী আক্তার, কোষাধ্যক্ষ মো. গুলজার হাসান প্রমুখ।

 

দিনব্যাপী কর্মকান্ডে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক মোহাম্মদ সোহেল। উপদেষ্টা,আরিফুল ইসলাম, সাবেক সভাপতি মো: আলী আকবর টিপু। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঁধন সিভিসি ইউনিট সভাপতি জুবায়দা ইয়াসমিন মুমু এবং সঞ্চালনায় সাধারণ সম্পাদক মারুফ মজুমদার ইমন, বাঁধন সিভিসি ইউনিট এর সকল কর্মীরা উপস্থিত ছিলেন।

 

প্রসঙ্গত, একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন এ স্লাগানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৭ সালে এই স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠা লাভ করে। ২০০৬ সালের ১০ জুন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ইউনিট হিসাবে কাজ শুরু করে। ১২টি জোনে দেশের ৫৩টি জেলায় ১৩৯টি ইউনিটের মাধ্যমে স্বেচ্ছায় রক্তদাতারা কাজ করে যাচ্ছেন।