দেবিদ্বারে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

 

আমোদ রিপোর্টার।।

কুমিল্লার দেবিদ্বারে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ আবুল হোসেন (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার পৌর এলাকার গুনাইঘরে এ দুর্ঘটনা ঘটে। আবুল হোসেন ওই গ্রামের আব্দুল মালেক মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার পৌর এলাকার গুনাইঘর গ্রামের আবুল হোসেন বাড়ির পাশে গাছের ডাল কাটাতে যান।

 

সে সময় অসাবধানতা বশত গাছের ডাল বিদ্যুতের তারে লেগে আবুল হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হন। ওই সময় স্থানীয়রা উদ্ধার করে দেদ্বিার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।