দেবিদ্বারে ড্রেনে পড়ে মোটর সাইকেল আরোহীর মৃত্যু
আরো পড়ুন:
আমোদ রিপোর্টার।।
কুমিল্লার দেবিদ্বারে ড্রেনে মোটর সাইকেল পড়ে জাবেদ পাঠান (২২) নামের এক যুববেকর মৃত্যু হয়েছে। বুধবার বিকালে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার থানা গেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তিনি পৌর এলাকার আকামত আলী পাঠানের ছোট ছেলে।
প্রত্যাক্ষদর্শীরা জানান, জাবেদ দেবিদ্বার নিউমার্কেট এলাকা থেকে থানা গেইট এলাকায় নিজ বাড়িতে যাওয়ার পথে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ড্রেনে পড়ে যান। ওই সময় তার মাথার পিছনের অংশে আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।