দেবিদ্বারে মেডিকেল টিমকে চিকিৎসা সামগ্রী প্রদান

 

 

‘দেবিদ্বারের কৃর্তি সন্তান ডাঃ ফেরদৌস খন্দকার অর্থায়নে পরিচালিত দেবীদ্বার উপজেলার কোভিড রোগীদের স্বাস্থ্যসেবায় নিয়োজিত চিকিৎসকদের মাঝে ষ্ট্যাটেস্কোপ, অক্সিমিটার ও মাক্সসহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী দেওয়া হয়।

আমেরিকা প্রবাসী করোনা যোদ্ধা ডাঃ ফেরদৌস খন্দকারের অর্থায়নে পরিচালিত দেবীদ্বারে করোনা রোগির সেবা জন্য স্থাপিত -পাশে আছি কোভিড-১৯ সেবা” কন্ট্রোল রুমের ইনচার্জ শাহিনূর আক্তার লিপির সভাপতিত্বে এবং টিমের সমন্বয়ক কাউছার হায়দার’র সঞ্চালনায় চিকিৎসা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহম্মেদ কবির।

বিশেষ অতিথি ছিলেন দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডাঃ মোঃ সোহেল রানা, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান বাবুল।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী ’লীগ নেতা সুজিৎ পোদ্দার, আনোয়ার হোসেন ভূইয়া টিটু, সেচ্ছাসেবক মিতা চৌধূরী, মনিরুল ইসলাম, আব্দুর রহমান ভূইয়া বাবলু, শামিমা আক্তার রীমা, আয়শা আলী মুক্তা, শারমিন আক্তার প্রমূখ।

–সংবাদ বিজ্ঞপ্তি।।