প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১১, ২০২৪, ৮:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৫, ২০২২, ৩:২৫ অপরাহ্ণ
ধানের জমিতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
আমোদ প্রতিনিধি ।।
কুমিল্লার বরুড়ায় বজ্রপাতে সিদ্দিকুর রহমান(৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার উত্তর খোশবাস ইউনিয়নের ইলাশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশের ধানের জমিতে কাজ করার সময় বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যেই বজ্রপাত শুরু হয়। এ সময় তার শরীরে বজ্রপাতে তাপ লেগে ঝলসে যায়। স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে খোশবাস সবুজ ছাতা ক্লিনিকে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা খারাপ দেখে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে পরামর্শ দেন। বরুড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বরুড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সোহেল রানা বলেন, বজ্রপাতে আঘাতপ্রাপ্ত ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার শরীরের কিছু অংশ ঝলসে গেছে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com