নগদ টাকা ও সুরক্ষা সামগ্রী পেয়ে খুশি ওরা

 

নগদ টাকা ও সুরক্ষা সামগ্রী পেয়ে খুশি হয়েছেন গ্রামের মানুষ। শুক্রবার এইড-কুমিল্লা কুমিল্লার মনোহরগন্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়নে বন্যাকবলিতদের মাঝে এই সামগ্রী বিতরণ করে। বুরপিষ্ট উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ১১৩ জনকে নগদ টাকা এবং এক প্যাকজ হাইজিন কিট(সুরক্ষা সামগ্রী) দেয়া হয়েছে। খ্রিস্টান এইড এর সহযোগিতার এই ত্রাণ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মনোহরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) নাসরিন আক্তার , খ্রিস্টান এইড‌‌এর প্রতিনিধি ছন্দা নারী, এইড-কুমিল্লার নির্বাহী পরিচালক রোকেয়া বেগম শেফালী।

স্থানীয়রা বলেন,এই সামগ্রী গুলো ব্যতিক্রম। এছাড়া নগদ টাকা আমরা ঘর সংস্কারের কাজে লাগাতে পারবো।

-প্রেস বিজ্ঞপ্তি।