নগরীর সড়কে বিটিসিএলের ঝুঁকিপূর্ণ খুঁটি

 

কুমিল্লা নগরীর বিভিন্ন সড়কে রয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) খুঁটি। অপরিকল্পিত এসব খুঁটির বেশীর ভাগ এখন ভঙ্গুর অবস্থায় আছে। এগুলো মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এনিয়ে সাপ্তাহিক আমোদ পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়।

সংবাদে উল্লেখ করা হয়, নগরীসহ ১৭ উপজেলায় সাড়ে ছয় হাজার ল্যান্ডফোন সংযোগ রয়েছে। রয়েছে জনবল ঘাটতি। এখন এ প্রতিষ্ঠানের প্রধান আয়ের মাধ্যম ইন্টারনেট সংযোগ। মুজিববর্ষে বিনামূল্যে ল্যান্ডফোন সংযোগের ঘোষণা থাকলেও জুন মাস পর্যন্ত কোন আবেদন আসেনি। কর্মকর্তারা বলছেন ফাইবার অপটিক ক্যাবল সংযোগে গ্রাহক চাহিদা রয়েছে।

নগরীর নজরুল এভিনিউ‘র একজন বাসিন্দা বলেন, বিটিসিএলের অপরিকল্পিত খুঁটির কারণে রাণীর বাজার রোডে যানজট তৈরি হয়। এসব খুঁশি পুরাতন হওয়ার কারণ নিচের অংশ ভেঙ্গে গিয়েছে। যে কোন সময় দুর্ঘটনা হতে পারে। আমাদের দোকানের সামনের খুঁটিতে কাঠ দিয়ে ঠিকা দিয়ে রেখেছি।

নগরীর ঝাউতলা এলাকার একজন বলেন, ১৯৯৮ সালে আমার পিতা বাসায় ল্যান্ডফোন সংযোগ দেন। সড়কে কাজের পর থেকে সংযোগ এখন বিচ্ছিন্ন রয়েছে। প্রতি মাসে ১৫০ টাকা করে বিল পরিশোধ করতে হয়।

এ বিষয়ে কুমিল্লা অঞ্চলের উপ মহাব্যবস্থাপক মোহাম্মদ ছাইফুর রহমান ভূইয়া জানান, এখন এ প্রতিষ্ঠানের আয়-গুরুত্ব দু’টি কমেছে। বিটিসিএলের সুদিন এখন নেই। তবুও নানা সমস্যা, সংকটের মাঝে সেবা দিয়ে যাচ্ছি। মুজিববর্ষে নতুন কোন সংযোগ হয়নি। কুমিল্লা জেলায় অনুমানিক ৬ হাজার ৬’শ ল্যান্ডফোন সংযোগ রয়েছে। সড়কে খুঁটি সরানোর বিষয়ে আমাদের কোন চিন্তা এখন নেই। সরকারি বাজেট আসলে নতুন খুঁটি বাসানো হবে। যদি কেউ সমস্যার কথা লিখিতভাবে জানায় আমরা সমাধানের চেষ্টা করবো।

এদিকে দীর্ঘ বছর ধরে বিটিসিএলের খুঁটি নগরীর সড়কে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। কোনটি কাত হয়ে গেছে। কোনটি মাঝ দিয়ে ভেঙে ঝুলে আছে। যা ঝুঁকির সাথে নগরীর সৌন্দর্য নষ্ট করছে। এনিয়ে বিটিসিএলের সাথে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।