নিঃসন্তান দম্পতিকে আশার আলো দেখাবে গোমতী হাসপাতাল

 

inside post

কুমিল্লা গোমতী হাসপাতালের উদ্যোগে গত শুক্রবার বিকেলে নিঃসন্তান দম্পতির চিকিৎসা পদ্ধতি বিষয়ক সেমিনার হাসপাতাল  মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশের প্রথম টেস্টটিউব বেবির জনক  ও ইনফাল্টিলিটি বিশেষজ্ঞ প্রফেসর  ডা: পারভীন ফাতেমা।

গোমতী হাসপাতালের প্রধান নির্বাহী পরিচালক ডা: মজিবুর রহমানের সভাপতিত্বে  উপস্থিত ছিলেন সাংবাদিক হাবিবুর রহমান চৌধুরী, গোমতী হাসপাতালের কো-অর্ডিনেটর ডা: ইরফান আলম মিশু,মার্কেটিং চিফ শাহরিয়ার,হাসপাতালের কর্মকর্তা  নুর উদ্দীন।  সেমিনারে চিকিৎসক, রোগী ও সাংবাদিকসহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।

-প্রেস বিজ্ঞপ্তি।

আরো পড়ুন