নিখোঁজের একদিন পর গোমতী নদীতে শ্রমিকের মরদেহ

 

আমোদ রিপোর্টার

কুমিল্লার দেবিদ্বারে নিখোঁজের একদিন পর গোমতী নদী থেকে বাবুল মিয়া(৪২) নামের এক ট্রাক্টর শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত বাবুল মিয়া দেবিদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামের মৃত: ওসমান গণির তৃতীয় ছেলে। বৃহস্পতিবার বিকেলে পুলিশ ভিংলাবাড়ি ও বিনাইপাড় সীমান্ত এলাকায় গোমতী নদীর তীরবর্তী পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। প্রথমে অজ্ঞাত লাশ হিসেবে চিহ্নিত হলেও পরে নিহতের পরিবার এসে তার পরিচয় নিশ্চিত করেন।

নিহতের বড় ভাই অটো রিক্সা চালক বিল্লাল হোসেন(৪৫) বলেন, আমরা ৫ভাই সবাই আলাদা থাকি। রাতে যখন শুনতে পাই বাবুল মিয়া বাড়ি ফিরে নাই এবং তার মোবাইল ফোনেও যোগাযোগ করা সম্ভব হচ্ছেনা, তখন আমরা খুঁজতে বের হই। আজ বিকেল ৩টায় পুলিশ গোমতী নদীর বিনাইপাড় ও ভিংলাবাড়ি সীমান্ত এলাকায় ভাসমান অবস্থায় আমার ভাইয়ের মরদেহ উদ্ধার করেন।

বিজ্ঞাপন

এ ব্যপারে দেবিদ্বার থানার উপ-পরিদর্শক সোহরাব হোসেন জানান, এবিষয়ে তদন্তের পূর্বে কিছু বলা যাবেনা। তবে নিহতের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাদের ভাষ্য অনুযায়ী যদি কেউ মোবাইল ফোনে তাকে ডেকে নিয়ে যায়, সেই মোবাইল ফোন নম্বর ট্রেকিং করে ব্যবস্থা নেব। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।