নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি!

 

আমোদ প্রতিনিধি।

কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে হাজী মো.আলী হোসেন নামে একজন সদস্য (মেম্বার) প্রার্থীকে তার প্রতিপক্ষ নির্বাচন থেকে সরে দাঁড়াতে হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। হাজী মো.আলী হোসেন ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে মোরগ প্রতীকে লড়ছেন। এসব ঘটনায় বুধবার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেছেন তিনি। এ সময় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কর্মকর্তা ও প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন তিনি।

ওই ওয়ার্ডে তার প্রতিপক্ষ হিসেবে নির্বাচন করছেন ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সম্পাদক দেলোয়ার হোসেন ওরফে দেলু। ষষ্ঠ ধাপে আগামী ৩১ জানুয়ারি ওই ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

যুবলীগ নেতা দেলোয়ার হোসেন ওরফে দেলু বলেন, তাকে হুমকি দিয়েছি- এমন একটা অভিযোগের প্রমাণ তাকে দিতে বলেন। মূলত আমার জনপ্রিয়তা দেখে তিনি দিশেহারা হয়ে পড়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ আহমেদ সিকদার বলেন, ওই প্রার্থীকে লিখিত অভিযোগ দিতে হবে। এরপর তদন্ত করে রিটার্নিং কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।