পরিত্যক্ত স্যালাইন বক্স ও সিরিঞ্জ বিক্রেতাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট

হাসপাতাল বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সভা

inside post
 প্রতিবেদক ।।
হাসপাতাল বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সভায় পরিত্যক্ত স্যালাইন বক্স ও সিরিঞ্জ বিক্রেতাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে ২টি ডাস্টবিন স্থাপন, হাসপাতাল বর্জ্য অপসারণ ও বিনষ্ট করার দায়িত্ব ইনোভেশন সেবা সংস্থাকে পুনর্বহাল করার সিদ্ধান্ত নেয়া হয়। গতকাল কুমিল্লা সিটি কর্পোরেশন কার্যালয়ের কাউন্সিলর কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও হাসপাতাল বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ ছামছুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী প্রকৌশলী ও বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মোঃ আবু সায়েম ভূইয়া, নির্বাহী প্রকৌশলী মোঃ মাঈন উদ্দিন চিশতী, জেলা প্রশাসনের সহকারি কমিশনার মোঃ আসিফুল হক, সিনিয়র সাংবাদিক মোতাহার হোসেন মাহবুব, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন জি আর এম জিহাদুল ইসলাম, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, আহসানিয়া মিশনের প্রজেক্ট ম্যানেজার সুমন সাহা ও মুক্তি হাসপাতালের প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন জি আর এম জিহাদুল ইসলাম বলেন,কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ইনসিনারেশন প্ল্যান্ট শুরু থেকেই চালু করা যায় নি। এ হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনার জন্য ২-৩টি ডাস্টবিন স্থাপন প্রয়োজন।
সাংবাদিক মোতাহার হোসেন মাহবুব বলেন, কুমিল্লায় সরকারি-বেসরকারি সকল হাসপাতালের পরিত্যক্ত স্যালাইন বক্স ও সিরিঞ্জ খোলা আকাশের নিচে বিক্রি হচ্ছে এবং হাসপাতাল বর্জ্য খোলা ট্রাক্টরে পরিবহন করা হচ্ছে। এতে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার পরিবেশ মারাত্মক দূষণীয় হচ্ছে। জনগণের স্বাস্থ্য ঝুঁকি দিনদিন বাড়ছে।
কুমিল্লা সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আলমগীর বলেন, ২০২২ সাল থেকে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় বর্জ্য অপসারণ ও পরিবহনের দায়িত্ব পালন করছে সূর্যমুখী সেবা সংস্থা। এর আগে ইনোভেশন সেবা সংস্থা এ দায়িত্ব পালন করেছে। সম্প্রতি সূর্যমুখী সেবা সংস্থা এ দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করায় বর্জ্য ব্যবস্থাপনায় সংকট দেখা দিয়েছে।
কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা  ও বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি  মোঃ ছামছুল আলম বক্তাদের বক্তব্য ও উপস্থিতির মতামতের ভিত্তিতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে ২টি ডাস্টবিন স্থাপন, পরিত্যক্ত স্যালাইন বক্স ও সিরিঞ্জ বিক্রেতাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা ও যাচাই -বাছাই সাপেক্ষে ইনোভেশন সেবা সংস্থাকে পুনরায় হাসপাতাল বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব দেয়ার  সিদ্ধান্ত গ্রহণ করেন।
আরো পড়ুন