পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙ্গে বিদ্যুত বিচ্ছিন্ন বরুড়া

প্রতিনিধি।
কুমিল্লা বরুড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে চারটি বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ায় উপজেলার অধিকাংশ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে। বৃহস্পতিবার মধ্যরাতে ঝড় বাতাসে এই বৈদ্যুতিক খুঁটি উপরে পড়ার ঘটনা ঘটে। এছাড়া দাউদকান্দি উপজেলার মালিখিল ও ধীতপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দিকে বিদ্যুতের খুঁটি হেলে পড়ে আছে। যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
পল্লী বিদ্যুৎ সমিতি- ১ বরুড়া জোনাল অফিসের ডিজিএম মোঃ আহসান উল্লাহ জানান, বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তিনটি খুঁটি ভেঙ্গে পড়ে রাস্তা বন্ধ হয়েছিল। সেগুলোকে সরিয়ে রাস্তা সচল করা হয়েছে। সেখানকার একটি ট্রান্সফরমারও ক্ষতিগ্রস্ত হয়েছে।
সংবাদকর্মী হাসিবুল ইসলাম সজিব জানান, তার গ্রামের বাড়ি বরুড়া আদ্রা ইউনিয়নের পেরপেটি এলাকায়। মধ্যরাত থেকে এলাকায় বিদ্যুৎ নেই। কয়েকটি খুঁটি উপরে পড়ায় মোবাইল ফোন টাওয়ার গুলোর নেটওয়ার্কিংয়েও সমস্যা হচ্ছে। এদিকে লাকসাম,নাঙ্গলকোট,মনোহরগঞ্জসহ বিভিন্ন উপজেলায় বিদ্যুতের লাইনের ওপর গাছ পড়ে বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে যায়। লাকসামে বৃহস্পতিবার বিকাল থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিলো। শুক্রবার বিকালে বিদ্যুত সংযোগ স্বাভাবিক হয়েছে।
বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং বলেন,পৌর এলাকার লাইন সচল হয়ে এসেছে। উপজেলার অন্যান্য লাইন গুলোও পর্যায়ক্রমে সচল করা হচ্ছে।
কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার শুক্রবার বিকালে জানান, জেলার কোথাও বড় ধরনের ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। এদিকে গোমতী নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
