পাশেই পাদচারী সেতু, ঝুঁকি নিয়ে প্ল্যাটফর্ম পারাপার
আরো পড়ুন:
স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা রেলওয়ে স্টেশনের পাদচারী সেতুটি যাত্রীরা ব্যবহার না করলেও দর্শনার্থীরা এসে আড্ডা দেন। মূলত এটা আর কোনও কাজেই আসেনি। পাদচারী সেতুটির যথাযথ ব্যবহার না থাকায় ঝুঁকির মুখে পড়ছেন যাত্রীরা। এতে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।