প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২, ২০২৫, ১০:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২০, ২০২০, ৮:১০ পূর্বাহ্ণ
পিয়াস মজিদের নতুন বই ‘স্মৃতিসবুজ কুমিল্লা জিলা স্কুল’
২০ শে জুলাই কুমিল্লা জিলা স্কুলের ১৮৩-তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই স্কুল দেশের প্রাচীনতম বিদ্যাপীঠের অন্যতম। ১৮৩৭ সালে প্রতিষ্ঠিত এই স্কুলের ছাত্র ছিলেন বাংলা গানের রাজপুত্র শচীনদেব বর্মণ, ছন্দগুরু প্রবোধচন্দ্র সেন, স্যার ফজলে হাসান আবেদসহ বহু বিশ্বখ্যাত ও দেশবরেণ্য বহু গুণীজন। মহান মুক্তিযুদ্ধেও এই স্কুলের ছাত্রদের ছিল বীরত্বপূর্ণ ভূমিকা।
২০শে জুলাই ২০২০ কুমিল্লা জিলা স্কুলের ১৮৩-তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে 'ঐতিহ্য' প্রকাশ করছে এই স্কুলের ২০০০ ব্যাচের ছাত্র, কবি ও প্রাবন্ধিক পিয়াস মজিদের ইতিহাস, স্মৃতি ও আলোকচিত্র-সংবলিত বই- 'স্মৃতিসবুজ কুমিল্লা জিলা স্কুল'।
বইটি প্রকাশ করেছে দেশের খ্যাতিমান প্রকাশনা সংস্থা 'ঐতিহ্য', প্রচ্ছদ করেছেন বিশিষ্ট শিল্পী ধ্রুব এষ।
দেশের যেকোনো প্রান্ত থেকে বইটি পাওয়া যাবে রকমারি.কমে কিংবা ঐতিহ্য প্রকাশনীর ফেসবুক পেজে অর্ডার করে।
বইটি কুমিল্লা থেকে সংগ্রহ করা যাবে কান্দিরপাড়ের 'ময়নামতি টিশার্ট ও বুকস'-এ। (ঠিকানা:
ময়নামতি, দোকান নং: -২৩, ৩য় তলা,আনন্দ সিটি সেন্টার,কান্দিরপাড়,
কুমিল্লা। মুঠোফোন: ০১৭১৬-৯৮০২৪৮)
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com