প্রধানমন্ত্রীর জন্মদিনে ভিক্টোরিয়া কলেজে বৃক্ষরোপন ও দোয়ার আয়োজন
আরো পড়ুন:
আবু সুফিয়ান রাসেল।।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে স্মারক বৃক্ষ রোপন করেছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। দিবস উপলক্ষে কলেজ মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় কলেজের উচ্চমাধ্যমিক শাখা ও ১২টায় ডিগ্রি শাখায় বৃক্ষ রোপন করা হয়। প্রধানমন্ত্রীর জন্মদিনে কান্দিরপাড় আনন্দ মিছিল করেছে কলেজ ছাত্রলীগ।
বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান। শিক্ষক পরিষদ যুগ্ম সম্পাদক ইউনুস মিয়া। কোষাধ্যক্ষ মো. গুলজার হাসান। কলেজ মুজিববর্ষ কমিটির সদস্যবৃন্দ। বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে কলেজ প্রফেসর ড. আবু জাফর খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনে কলেজের উভয় শাখায় স্মারক বৃক্ষরোপণ করা হয়েছে। জোহরের নামাজের পর কলেজের তিনটি মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। আমার একান্ত ইচ্ছা, প্রধানমন্ত্রী যেনো ৪১ সাল পর্যন্ত বেঁচে থাকতে পারেন। উন্নত বাংলাদেশ দেখে যেতে পারেন।