প্রাইভেটকারের সিলিন্ডারে ফেনসিডিল!
প্রতিনিধি।
আরো পড়ুন:
কুমিল্লায় প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার যোগে ফেন্সিডিল পাচারের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে । শুক্রবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতার জহিরুল ইসলাম (৪২) জেলার আদর্শ সদর উপজেলার ছাওয়ালপুর গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার বিকেলে গোমতীনদীর টিক্কারচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র ্যাব ১১ কুমিল্লার কোম্পানি কমাণ্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
মেজর সাকিব জানান, গোমতী নদীর টিক্কারচর এলাকায় অভিযান পরিচালনা করি। এ সময় সীমান্ত এলাকা থেকে আসা একটি প্রাইভেটকার তল্লাশি করে গ্যাস সিলিন্ডারের ভেতর ১৮৯ বোতল ফেনসিডিল পাই। ফেনসিডিল ও বহনকারী প্রাইভেটকারসহ আটক ব্যক্তিকে আমাদের কার্যালয়ে নিয়ে আসি। প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ জব্দকৃত প্রাইভেটকারের ভিতরে করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে। এছাড়াও, অভিনব কায়দায় মাদক পরিবহনের জন্য জব্দকৃত প্রাইভেটকারের পিছনের অংশে গ্যাস সিলিন্ডারের ভেতর পরিবহন করে আসছিল বলে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে আদালতে প্রেরণ করা হয়।