ফল মেলায় ডেউয়া কাউ ডুমুর

কুমিল্লায় দিন ব্যাপী ফল উৎসব

প্রতিনিধি |
পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) কুমিল্লার উদ্যােগে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিন ব্যাপী কুমিল্লা পুলিশ লাইন কমিউনিটি সেন্টারে এ ফল উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবের উদ্বোধন করেন কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন।ডেউয়া, কাউ ও ডুমুরসহ দেশিয় বিভিন্ন ফল প্রদর্শন করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম চৌধুরী (অর্থ ও প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামীম ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক প্রমুখ৷
দিনব্যাপী এ ফল উৎসবে স্থানীয় গণমাধ্যম কর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন বলেন, আমরা এ উৎসবের আয়োজন করেছি দেশীয় ফল সম্পর্কে জ্ঞান অর্জন করতে। এছাড়াও সবাই যাতে ফলের গুণগত মান সম্পর্কে জেন ও ফল খেতে আগ্রহী হয় এ জন্য ফল উৎসব। পুলিশ সুপার বলেন, আমরা প্রতিবছরই এ ফল উৎসবের আয়োজন করব।