‘বঙ্গবন্ধু বিশ্ব নেতাদের কাতারে স্থান করে নিয়েছিলেন’

বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি পুরস্কারের ৫০ বছরে অজিত গুহ মহাবিদ্যালয়ে আলোচনা সভা

inside post

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি পুরস্কার প্রাপ্তির ৫০ বছর পূর্তিতে ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কলেজ অধ্যক্ষ মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাবেক অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ মোস্তাক আহমদ। মুখ্য আলোচক ছিলেন সহকারী অধ্যাপক মো. খলিলুর রহমান। বক্তারা বলেন, বঙ্গবন্ধু বাঙালি জাতির মহা নায়ক। তাঁর নেতৃত্বেই আমরা পেয়েছি একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। দক্ষ নেতৃত্বের কারণে বাংলাদেশ ছাপিয়ে বিশ্ব নেতাদের কাতারে স্থান করে নিয়েছিলেন তিনি। তাই দেশকে এগিয়ে নিতে অনুসরণ করতে হবে বঙ্গবন্ধুর নীতি ও আদর্শকে। অনুষ্ঠানের আহ্বায়ক সহকারী অধ্যাপক মো. শাহ জাহানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদ সম্পাদক সহকারী অধ্যাপক মো. কামরুর রশিদসহ শিক্ষক-শিক্ষার্থীরা।

-প্রেস বিজ্ঞপ্তি।

আরো পড়ুন