বরুড়ায় জাল ভোটের অভিযোগ ইউনিয়ন চেয়ারম্যানের

 প্রতিনিধি।।
কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোটের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২১ মে) নির্বাচনের দিন সকালে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন চেয়ারম্যান আবুল হাশেম এ অভিযোগ করেন।
তিনি অভিযোগ করেন, লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও পাঁচথুবি আহমদীয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে থেমে জাল ভোট দেয়া হচ্ছে। এই কেন্দ্র দুটি যেকোন সময় দখল হয়ে যেতে পারে। লক্ষীপুর কেন্দ্রে রাজ্জাক ও পাঁচথুবী কেন্দ্রে সেলিমের নেতৃত্বে দখলের চেষ্টা চলছে। প্রশাসন এসে আমাদের ভোটার সরিয়ে দিচ্ছে।
পাঁচথুবি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, এখানে এক হাজার ৭২০ ভোট। দুই ঘন্টায় ২০০ ভোট কাস্ট হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক। প্রশাসন বার বার টহল দিচ্ছে। জাল ভোটের কোন প্রমাণ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।