বরুড়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

 

inside post

হাসিবুল ইসলাম সজিব ।।

বরুড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বরুড়া উপজেলা সহকারী কমিশনার ভুমি উম্মে মুসলিমা,বরুড়া থানা অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক।

এসময় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা কৃষি অফিসার মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাসরিন সুলতানা তনু, বরুড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা বেগম, বরুড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন ভুইঁয়া, বরুড়া উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার, বরুড়া পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসার রীশু কুমার ঘোষ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নাছিমা আক্তার, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ ইলিয়াস আহমেদ, ভাউকসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদ জামাল মাসুদ, বরুড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব লিটন পন্ডিত, বরুড়া উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ডাঃ মুজিবুর রহমান, পৌরসভা সেক্রেটারি মোঃ আনোয়ার হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা ।

সভায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় দিবসটি উদযাপনের বিষয়ে আলোচনা হয়।

আরো পড়ুন