বরুড়ায় শোক দিবসের কর্মসূচিতে দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া

 

অফিস রিপোর্টার।।
কুমিল্লার বরুড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের কর্মসূচিতে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দুই গ্রুপের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রবিবার সকালে স্থানীয় সংসদ সদস্য নাসিমুল আলম চৌধুরী নজরুল এবং বরুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.এন.এম মইনুল ইসলামের সমর্থকদের মাঝে এ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় ৩জন আহত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বরুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.এন.এম মইনুল ইসলাম সমর্থকরা র‌্যালি বের করে। র‌্যালিটি বরুড়া বাজারের জিরো পয়েন্টে পৌঁছলে স্থানীয় সংসদ সদস্য নাসিমুল আলম চৌধুরী নজরুলের সমর্থকদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষের ৩জন আহত হয়েছে। আহতরা হলেন আওয়ামী লীগ নেতা আবু মিয়া, ছাত্রলীগ নেতা নাসির উদ্দিন ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মোজাম্মেল।

এ বিষয়ে চেয়ারম্যানি সমর্থক বরুড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুল ইসলাম বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আমরা শোক র‌্যালি নিয়ে বরুড়া বাজারের জিরো পয়েন্টে পৌঁছলে এমপি নজরুলের সমর্থকরা আমাদের উপর হামলা চালায়। এতে মোজাম্মেল নামের আমাদের এক স্বেচ্ছাসেবক লীগ নেতা আহত হয়েছেন। বর্তমানে তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এমপি নজরুল সমর্থক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন লিংকন বলেন, ‘ কর্মসূচি শেষ করে বাড়ি ফেরার পথে আমাদের নেতাকর্মীরা সন্ত্রাসী হামলার শিকার হয়েছে। এতে আবু মিয়া নামের একজন আওয়ামী লীগ নেতা এবং নাসির উদ্দিন নামের একজন ছাত্রলীগ নেতা আহত হয়েছেন।’

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার মজুমদার বলেন, ঘটনার সময় বাজারে পুলিশ মোতায়েন ছিল। তাই বড় ধরনের কোন ঘটনা ঘটেনি। আহতদের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।