বিএনপিতে তরুণ ও নারীদের আকৃষ্ট করতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিতর্ক

 প্রতিনিধি।।
কুমিল্লা মহানগর বিএনপির সাথে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের একটি কৌশলগত কর্মপরিকল্পনা সভায় তৃণমূল নেতারা তাদের ইউনিটকে আগামী ২০২৬ সালের মধ্যে জনগণের সম্পৃক্ততা বাড়িয়ে সুশৃঙ্খল, সুসংগঠিত, অধিকতর গণতান্ত্রিক কমিটি হিসাবে প্রতিষ্ঠার ভিশন নির্ধারণ করেন। তরুণ ও নারীদের দলে আকৃষ্ট করতে দলীয় উদ্যোগে ওয়ার্ড ভিত্তিক মেধাবী বৃত্তি প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিতর্ক প্রতিযোগিতারও প্রস্তাব করা হয়। গত ২৭ মে ইউকেএইড‘র অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল পরিচালিত বাংলাদেশ স্ট্রেনদেনিং পলিটিক্যাল একাউন্টিবিলিটি ফর সিটিজেন এমপাওয়ারমেন্ট (বি-স্পেস) প্রকল্পের অধীনে আয়োজিত কর্মশালায় বক্তারা এইসব কথা বলেন।
সভার প্রধান অতিথি বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ)অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, রাজনীতি করতে হলে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করতে হবে। লব্ধ প্রশিক্ষণ ও জ্ঞান সঠিকভাবে দলীয় কর্মকাÐে প্রয়োগ করতে হবে।
কর্মশালায় দলীয় নেতৃবৃন্দ গুরুত্ব প্রদান করেন – দলীয় কর্মীদের রাজনৈতিক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দলীয় প্রশিক্ষণ প্রদান করা, জনগণের সাথে সম্পর্ক উন্নয়নে আলাদা উপ-কমিটি গঠন করা, কুমিল্লা শহরের স্থানীয় সমস্যা শনাক্ত করে ইস্যু ভিত্তিক দলীয় কর্মসূচি প্রণয়ন, দলীয় কমিটি গঠনের ক্ষেত্রে দলের যোগ্য ও ত্যাগীদের কমিটিকে স্থান দেয়া, তরুণ ও নারীদের দলের আকৃষ্ট করার জন্য দলীয় উদ্যোগে ওয়ার্ড ভিত্তিক মেধাবী বৃত্তি প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা। দলে নারীর অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে কমিটিতে অন্তত ১৫% নারী নেত্রীকে অন্তর্ভুক্ত নিশ্চিত করা। এসকল কার্যক্রম পরিচালনায় দলীয় তহবিল গঠন করা। এ সকল কর্মসূচি পরিচালনার ফলে কুমিল্লা মহানগর বিএনপি সাংগঠনিকভাবে লাভবান হবে বলে নেতৃবৃন্দ মতামত ব্যক্ত করেন।
উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, মহানগর মহিলা দল কুমিল্লার সভাপতি রায়হান রহমান হেলেন। ওয়ার্কশপটি পরিচালনা করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রিন্সিপাল ডিরেক্টর আব্দুল আলিম। আরো উপস্থিত ছিলেন ডিরেক্টর শাম্মী লায়লা ইসলাম, সিনিয়র রিজিওনাল ম্যানেজার আবুল বাশার ও কুমিল্লা টিমের সদস্যরা।