বিএনপির গণসমাবেশে হাজার শ্যাডো সাক্কু 

আমোদ প্রতিনিধি
আজীবনের জন্য বিএনপি থেকে বহিষ্কৃত কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু দলের বিভাগীয় সমাবেশে উপস্থিত হয়েছেন।

 

 নেতাদের দৃষ্টি আকর্ষণে বহিষ্কৃত সাক্কুর নতুন কৌশল অবলম্বন করেন। হাজার কর্মীর মুখে সাক্কুর ছবি সম্বলিত মুখোশ ছিলো সমাবেশে। বিশেষ এ মুখোশে ছিলো হাজার শ্যাডো সাক্কুর বার্তা।
শনিবার (২৬ নভেম্বর) নগরীর টাউন হল মাঠে শুরু হওয়া এই সমাবেশে নেতা-কর্মীদের সঙ্গে করে তিনি সমাবেশস্থলে উপস্থিত হন।
 মনিরুল হক সাক্কু বলেন, সমাবেশ উপলক্ষে আমি সকাল ৯টায় সমাবেশে এসেছি। দল আমাকে বহিষ্কার করলেও আমি দল ছাড়ব না। ৪৪ বছর ধরে বিএনপি করছি। আমি সমাবেশ শুরু হওয়ার বহু আগে থেকে প্রচারণা চালিয়েছি। হাজার হাজার নেতা-কর্মীকে চার দিন ধরে খাওয়াইতাছি।