বিএনপি নেতা এমকে আনোয়ারের স্ত্রী মারা গেছেন

 

অফিস রিপোর্টার।।

কুমিল্লা -০২, হোমনা-তিতাস ও মেঘনার সাবেক এমপি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এম কে আনোয়ারের স্ত্রী মাহমুদা আনোয়ার (৮৬) বার্ধক্যজনিত কারণে সোমবার ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বড় ছেলে মাহমুদ আনোয়ার কাইজার বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়,ঢাকার কাঁটাবনে প্রথম জানাজা ও পরে দ্বিতীয় ছেলে মো. মাসুদ আনোয়ার ও কন্যা খাদিজা আনোয়ার যুক্তরাষ্ট্র থেকে দেশে এলে আগামী ১৩ অক্টোবর বাদ জোহর নামাজে জানাজা শেষে হোমনাস্থ নিজ বাড়িতে স্বামীর কবরের পাশে তাকে দাফন করা হবে। মাহমুদা আনোয়ার পাকিস্তান আমলের সাবেক কৃষি মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের মেয়ে ছিলেন। বড় ছেলে মাহমুদ আনোয়ার কাইজার তার মায়ের মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।