বিস্ফোরণে পা উড়ে যাওয়া কুমিল্লার তুহিন কাতরাচ্ছেন পঙ্গু হাসপাতালে
আমোদ প্রতিনিধি।
আরো পড়ুন:
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারিতে কনটেইনার বিস্ফোরণে পুলিশ কন্সটেবল মোঃ তুহিনের পা বিছিন্ন হয়ে যায়। তার বাড়ি কুমিল্লা বরুড়া উপজেলার শিলমুড়ি ইউনিয়নের বড় লক্ষ্মীপুর গ্রামে।
আহত তুহিনের ৩ বছর বয়সী এক মেয়ে আছে।
তুহিনের বাবা লোকমান হোসেন রাঙামাটি সদরে পুলিশের সিভিল বিভাগে কর্মরত। আহত পুলিশ সদস্য তুহিনের চাচা বিল্লাল হোসেন বলেন, রাতেই তুহিনকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ অপারেশন হবে।
চাচা বিল্লাল হোসেন আরো জানান, দুই বোন এক ভাইয়ের মধ্যে তুহিন মেঝো। ৯ বছর আগে পুলিশে যোগ দেন।
তুহিনের পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনার পর থেকে তুহিনের পরিবারের সবাই আহাজারি করে চলছেন।