প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২৪, ১০:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৪, ২০২২, ৭:৫৮ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়নে বুধবার নির্বাচন
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার তিন উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের নির্বাচন বুধবার। ইতিমধ্যে মঙ্গলবার (১৪ জুন) দুপুরের পর জেলা নির্বাচন কার্যালয় চত্বরে নির্বাচনী সরাঞ্জামাদি বিতরণ করা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান স্ব স্ব ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসারের কাছে নির্বাচনী সরাঞ্জামাদি বিতরণ করেন। এ সময় ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে ভোট কেন্দ্রের নির্বাচনী সরাঞ্জাম নিয়ে যান।
নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়া ইউনিয়নগুলো হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়ন, বাঞ্ছারামপুর উপজেলার আইয়ূবপুর ও দড়িয়াদৌলত ইউনিয়ন এবং কসবা উপজেলার মূলকগ্রাম ইউনিয়ন। এরমধ্যে বাঞ্ছারামপুর ও কসবা উপজেলার তিনটি ইউনিয়নে ভোট হবে ইভিএম পদ্ধতিতে এবং সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নে ভোটগ্রহণ হবে ব্যালটের মাধ্যমে। সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, চারটি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৮০ হাজার ৪৮৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪১ হাজার ৩৪৭ এবং নারী ভোটার ৩৯ হাজার ১৩৮ জন। নির্বাচনে চেয়ারম্যান পদে ২২ জন, সাধারণ সদস্য পদে ১৩৪ জন এবং সংরক্ষিত সদস্য পদে ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ৩৭টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ চলবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে চার শতাধিক পুলিশ সদস্যসহ র্যাব, বিজিব, আনসার ও আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবেন। এছাড়াও প্রতিটি ইউনিয়নে নির্বাহী ম্যাজিস্ট্রের নেতৃত্বে দায়িত্বে নিয়োজিত থাকবে পাঁচটি করে মোবাইল টিম।
প্রসঙ্গত, কসবা উপজেলার মূলকগ্রাম ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে দলীয় প্রতীকবিহীন।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com