প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ১২:০১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৯, ২০২২, ১০:৫৯ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্যালি-আলোচনা সভা
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে জনসেচতনতামূলক র্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 'কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র' এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (২৯ অক্টোবর) সকালে সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে একটি র্যালি বের হয়ে ঢাকা-সিলেট মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে হাইওয়ে থান চত্বরে বৃক্ষরোপণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হাইওয়ে পুলিশ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট রিজিয়ন হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মো. শহিদ উল্লাহ। খাঁটিহাতা হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) সুখেন্দু বসুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সরাইল উপজেলা পরিষদেন ভাইস চেয়ারম্যান মো. হানিফ, সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড বীর মুক্তিযোদ্ধা মো. ইসমত মিয়া, বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক হানিফ মিয়া প্রমূখ। সভায় বক্তারা বলেন, পুলিশ-জনগণ একে অপরের পরিপূরক। মহাসড়কে দুর্ঘটনা রোধে এবং শৃঙ্খলা নিশ্চিতে জনস্বার্থেই পুলিশকে আইন প্রয়োগ করতে হয়। বক্তারা মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com