প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ১০:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১০, ২০২০, ৮:১২ পূর্বাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় প্রধানমন্ত্রীর উপহার পেলো দুই সহস্রাধিক অসহায় মানুষ
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় দুই সহস্রাধিক অসহায় মানুষ পেলেন প্রধানমন্ত্রীর উপহার। করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলার লক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দুই সহস্রাধিক উপকারভোগীর মাঝে জিআর চাউল, জিআর ক্যাশ, শিশু খাদ্য বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে সুর স্থানীয় সুর সম্রাট উস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ের কবির, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, প্রেস ক্লাবের কোষাধ্যাক্ষ নজরুল ইসলাম শাহজাদা প্রমূখরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দুই হাজার ৯০০ উপকারভোগীর মাঝে জিআর চাউল, জিআর ক্যাশ, শিশু খাদ্য বিতরন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, করোনাকালীন জাতির এই দুঃসময়ে সরকার দেশের মানুষের জন্য প্রতিনিয়তই কাজ করে যাচ্ছে। সরকার অসহায় মানুষকে খাদ্য সহায়তা দিচ্ছে। আমাদের প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন তিনি যেন সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারেন। স্বাস্থ্য সচেতনতার উপর সরকার জোর দিয়েছেন যাতে করেই আমরা সহজে করোনা ভাইরাসের মোকাবিলা করতে পারছি। এ সময় বক্তারা যার যার অবস্থান থেকে সচেতন থাকার আহবান জানান।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com