প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৪, ৬:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৬, ২০২০, ১০:২২ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়া পৌর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা
ব্রাহ্মণবাড়িয়ায় আসন্ন পৌর নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার তাগিদ
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের করণীয় নির্ধারণে অনুষ্ঠিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া পৌর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বেসামরকি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি।
ব্রাহ্মণবাড়িয়া পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মুসলিম মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নায়ার কবির, সাধারণ সম্পাদক আল মামুন সরকার। স্বাগত বক্তৃতা করেন রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রিফকুল ইসলাম। সভায় আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে দলের জন্য প্রত্যেকটি নেতাকর্মীকে নি:স্বার্থভাবে কাজ করার আহবান জানানো হয়। সভায় জেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com