ভিক্টোরিয়া কলেজের নতুন অধ্যক্ষ ড. আবু জাফর খান

 

কলেজ প্রতিনিধি।।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন অধ্যাপক ড. আবু জাফর খান। ৮ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) কলেজ শাখা।

সূত্রমতে, ১৯৬৬ সালের ৩১ নভেম্বর চাঁদপুর জেলার মতলব (উত্তর) থানার ঠাকুরচর গ্রামে জন্মগ্রহণ করেন ড. আবু জাফর খান। তিনি ১১ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরিতে যোগদান করেন। ২০০১ সালের ৪ জুলাই ভিক্টোরিয়া সরকারি কলেজে যোগদান করেন। দীর্ঘদিন ভিক্টোরিয়া সরকারি কলেজের গণিত বিভাগের প্রধানের দায়িত্ব পালনসহ বিভিন্ন কলেজে শিক্ষকতা করেন তিনি।

২০১৮ সালের ২৯ নভেম্বর পদায়ন পেয়ে কুভিকের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। অধ্যক্ষের পদ খালি থাকায় কয়েকমাস ধরে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করছিলেন তিনি।

ড. আবু জাফর খান বলেন, ভিক্টোরিয়া সরকারি কলেজের মতো প্রতিষ্ঠানে অধ্যক্ষ হতে পারা অত্যন্ত গৌরবের। সঠিকভাবে যাতে দায়িত্ব পালন করতে পারি, সে জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।

উল্লেখ্য-ড. আবু জাফর খান ২০১১ সালে গণিতে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। তিনি ম্যাথমেটিকাসহ গণিতের একাধিক বিষয়ের বই সম্পাদনা ও প্রকাশ করেন।