মনকে শান্ত রাখার দোয়া

আমোদ ডেস্ক।।

আধুনিক কর্মব্যস্ত জীবনে নানা কারণে আমাদের মন হয়ে উঠে অশান্ত। তাই সব ধরনের অশান্তি থেকে মনকে শান্ত করতে আল্লাহর কাছে সাহায্য চাওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। কারণ তিনিই মানুষের মনকে শান্ত করতে পারেন। প্রিয়নবী হযরত মোহাম্মদ (সা.) আল্লাহর কাছে এভাবেই দোয়া করেছেন। 

اَللهُمَّ اَنْتَ السَّلَامُ وَ مِنْكَ السَّلَامُ حَيِّنَا رَبَّنَا بِالسَّلَامِ

উচ্চারণ : ‘আল্লাহুম্মা আংতাস সালাম ওয়া মিনকাস সালাম, হাইয়্যিনা রাব্বানা বিস-সালাম।’

অর্থ : হে আল্লাহ! তুমিই তো ‘সালাম’; শান্তি তো তোমারই পক্ষ থেকে বর্ষিত হয়। সুতরাং হে আমাদের প্রতিপালক! আমাদেরকে সুখ ও শান্তিতে জীবিত রাখুন।’

ইসলাম

সুতরাং দুনিয়ার সব ধরনের পেরেশানি থেকে মনকে শান্ত রাখতে উল্লেখিত দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চান। তিনিই একমাত্র আপনার অশান্ত মনকে শান্ত করে দিতে পারেন।