মনোহরগঞ্জে প্রধানমন্ত্রীর ঘর ও জমি পেলেন ২০ পরিবার

 

  কুদরত উল্ল্যাহ,মনোহরগঞ্জ।।

কুমিল্লার মনোহরগঞ্জে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জমিসহ ঘর পেলো ২০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার।রোববার (২০ জুন) সকাল সাড়ে ১০ টায় ভিডিও কনফারেন্সে সারা দেশের ৫৩ হাজার ৩৪০ টি ঘরের মধ্যে কুমিল্লার জন্য প্রস্তুতকৃত ৬৬২ টি ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার মধ্যে মনোহরগঞ্জ উপজেলায় ২০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২০টি জমিসহ ঘর প্রদান করা হয়।

এ উপলক্ষে মনোহরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের আরডিসি এসএম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী আল-আমিন সরদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, জেলা পরিষদ সদস্য মাষ্টার আব্দুল কাইয়ুম চৌধুরী, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, আফরোজা কুসুম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল আজিজ, মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহাবুল কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওয়াসিম, ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান দুলাল, শাহীন জিয়া, আলমগীর হোসেন, আব্দুল হান্নান হিরণ প্রমুখ