প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ১১:২১ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৫, ২০২১, ১১:৩৩ অপরাহ্ণ
মর্ডানা ভ্যাকসিন পাবে কুমিল্লা নগরীর অর্ধলক্ষ বাসিন্দা
অফিস রিপোর্টার।।
মর্ডানা ভ্যাকসিন পাবেন কুমিল্লা নগরীর প্রায় ৫০ হাজার বাসিন্দা। আগামী শনি, রবি ও সোমবার (৭-৯ আগস্ট) কুমিল্লা নগরীর ২৭টি ওয়ার্ডে গণটিকা প্রদান করা হবে। প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিনামূল্যে টিকা প্রদান কার্যক্রম চলবে। টিকা গ্রহণের সময় অবশ্যই জাতীয় পরিচয়পত্র সাথে রাখতে হবে। যাদের বয়স ১৮ থেকে ঊর্ধ্বে তারাই গণটিকা পাবেন। শনিবার থেকে তিন দিন প্রতি ওয়ার্ডে এক হাজার ৮শ’ মানুষ টিকা পাবে। গণটিকা প্রদান বিষয়ে কুমিল্লা সিটি করর্পোরেশন হেড অফিস নামের অফিসিয়াল ফেসবুকে পেজে এক ভিডিও বার্তার এসব তথ্য জানান কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম।
নাগরিকদের সাধারণ প্রশ্ন সমূহ নিয়ে এ কর্মকর্তা আরও বলেন, অসুস্থ, বয়স্ক ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। নারী ও পুরুষদের পৃথক পৃথক লাইন থাকবে। যারা নগরীর ভোটার না। চাকুরি, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ অন্যান্য পেশার মানুষ কুমিল্লা নগরীতে বসবাস করছেন তারাও স্থানীয় ওয়ার্ডে টিকা গ্রহণ করতে পারবেন। এ ক্ষেত্রে অবশ্যই জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন বা পাসপোর্ট সাথে রাখতে হবে। যারা টিকার জন্য নিবন্ধন করেছেন অথবা নিবন্ধন করেননি সবাই টিকা গ্রহণ করতে পারবেন। সকল ওয়ার্ডে টিকা কেন্দ্র রয়েছে।
কুমিল্লা নগর ভবন সূত্র মতে, নগরীর ২৭টি ওয়ার্ডে ৩২টি টিকা কেন্দ্র রয়েছে। যার মধ্যে ১ নং ওয়ার্ড কুমিল্লা সেন্ট্রাল স্কুল,মুন্সেফ কোয়ান্টার। ২ নং ওয়ার্ড মালেকা মমতাজ সরকারী প্রা বিদ্যালয়,ছোটরা। ৩ নং ওয়ার্ড এন আর স্কুল,রেইসকোর্স। ৪ নং ওয়ার্ড কাপ্তান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৫ নং ওয়ার্ড কুমিল্লা হাই স্কুল, মোগলটুলী। ৬ নং ওয়ার্ড হারুন সরকারি প্রা বিদ্যালয়,চানপুর। ৭ নং ওয়ার্ড গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইসহাক সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৮ নং ওয়ার্ড শেখ ফজিলাতুন্নেছা কারি কমার্স কলেজ। ৯ নং ওয়ার্ড মিশন স্কুল। ১০ নং ওয়ার্ড সিটি কর্পোরেশন নগর ভবন। ১১ নং ওয়ার্ড কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১২ নং ওয়ার্ড হোচ্ছা মিয়া হাই স্কুল। ১৩ নং ওয়ার্ড বড় পুকুর পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১৪ নং ওয়ার্ড মুরাদপুর ভূইয়া পুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১৫ নং ওয়ার্ড কাটাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১৬ নং ওয়ার্ড সংরাইশ সরকারী প্রা বিদ্যালয়। ১৭ নং ওয়ার্ড জে এল স্কুল ১৮ নং ওয়ার্ড তাহজিদুল কোরান ইন্টারন্যাশনাল মাদ্রাসা। ১৯ নং ওয়ার্ড নেউরা উচ্চ বিদ্যালয়। ২০ নং ওয়ার্ড ডি কে স্কুল। ২১ নং ওয়ার্ড বেপজা স্কুল। ২২ নং ওয়ার্ড হাজী আকরাম উদ্দিন হাই স্কুল। ২৩ নং ওয়ার্ড বাতাবাড়িয়া সরকারি প্রা বিদ্যালয়। ২৪ নং ওয়ার্ড ল্যাবরেটরী সরকারি উচ্চ বিদ্যালয় ওসালমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ২৫ নং ওয়ার্ড তারাপাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ২৬ নং ওয়ার্ড বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২৭ নং ওয়ার্ড চৌয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
প্রসঙ্গত, প্রতি ওয়ার্ডে ১৮শ মানুষকে টিকা প্রদান করা হবে। এ হিসাবে নগরীতে টিকা পাবেন ৪৮ হাজার ৬শ মানুষ। গণটিকা বিষয়ে যে কোন প্রশ্ন কুমিল্লা সিটি করর্পোরেশন হেড অফিস নামের অফিসিয়াল ফেসবুকে পেজ থেকে জানা যাবে। এছাড়াও কাউন্সিলর ও সচিবগণ থেকে মোবাইল ফোনে বিস্তারিত জানা যাবে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com