মুজিব শতবর্ষ উপলক্ষে কুমিল্লায় ১০০টি গাছের চারা রোপণ

 

অফিস রিপোর্টার।।

মুজিব শতবর্ষ উপলক্ষে কুমিল্লায় ১০০টি গাছের চারা রোপণ করা হয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কুমিল্লার সেচ কমপ্লেক্সে এই চারা রোপণ করা। শুক্রবার এই কার্যক্রম উদ্বোধন করেন বিএডিসির চেয়ারম্যান ড. অমিতাভ সরকার। সেচ কমপ্লেক্সে ১০০টি ফলজ ও ঔষুধি গাছের চারা নিয়ে বাগান বাস্তবায়ন করেন বিএডিসি কুমিল্লার তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ক্ষুদ্র সেচ) ও প্রকল্প পরিচালক প্রকৌশলী মোহাম্মদ মিজানুর রহমান। এই সময় উপস্থিত ছিলেন বিএডিসির প্রধান প্রকৌশলী (ক্ষুদ্র সেচ) প্রকৌশলী মো. লুৎফুর রহমান,বিএডিসি কুমিল্লার যুগ্ম পরিচালক (বীজ) আনন্দ চন্দ্র রায়, যুগ্ম পরিচালক (সার) মো. মুজিবুর রহমান ও উপ-পরিচালক (বীজ বিপণন) নিগার হায়দার খান প্রমুখ। এদিকে বিএডিসির চেয়ারম্যান কমপ্লেক্সে স্থাপিত বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করেন।