মেঘনায় বাড়ির আঙ্গিনায় গাঁজা চাষ!

অফিস রিপোর্টার।।

 

কুমিল্লার মেঘনায় বাড়ির আঙ্গিনায় গাঁজা চাষ করা হচ্ছে। দুটি গাঁজা গাছ ও দুইশ’ গ্রাম গাঁজাসহ একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। আটক সুজন মিয়ার (৩৯) বাড়ি কুমিল্লা মেঘনা উপজেলার গোবিন্দপুর গ্রামে।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুল মজিদ জানান, বুধবার রাত সাড়ে ১১ টায় মাদক কারবারী সুজনের বাড়িতে এসআই নাজিম উদ্দিন ফোর্স নিয়ে অভিযান চালায়। এ সময় সুজনের ঘরে দুইশ’ গ্রাম গাঁজা এবং তার বাড়ির আঙ্গিনায় দুটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। গাছগুলো যেন সবার নজরে না পড়ে সে জন্য বেড়া দিয়ে রাখা হয়েছিলো। গাছের উচ্চতা প্রায় দেড় ফুট। সুজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের শেষে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।