মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ২ লাখ টাকা জরিমানা

আমোদ প্রতিনিধি।।
নকল, ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার দুই ফার্মেসিকে দুই লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার গৌরীপুর বাস স্ট্যান্ড এলাকায় বৃহস্পতিবার বিকেলে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনা করেন দাউদকান্দি উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও)  কামরুল ইসলাম খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা, কুমিল্লা জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ ফয়েজ ইকবাল, দাউদকান্দি উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহীদ আল-হাসান।
ইউএনও কামরুল ইসলাম খান জানান, গৌরীপুর এলাকায়  নকল, ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে দুটি ফার্মেসিতে অভিযান চালানো হয়।  অভিযানে গৌরীপুর বাসস্ট্যান্ডের জে,এম মেডিসিন ফার্মেসি ও পপুলার ফার্মেসিতে নকল, ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। একারণে জে,এম মেডিসিন ফার্মেসির মালিক ভিপি জাহাঙ্গীর আলমকে দুই লাখ টাকা এবং পপুলার ফার্মেসির মালিক মো. শেখ সাদিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং নকল, ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ গুলো জব্দ করা হয়। পরে দুই ফার্মেসির জব্দকৃত মেয়াদ উত্তীর্ণ ভেজাল ওষুধ জনসম্মুক্ষে আগুন দিয়ে পোড়ানো হয়।