মোমের আলোকে আপন মনে দেখ!
গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির।।
আরো পড়ুন:
একটি মোমবাতি জ্বলছে- তার চারপাশে
অন্ধকার কেটে যাচ্ছে।
মাঝে মাঝে হালকা বাতাস মোমের আলো
নিভিয়ে দিতে চাইছে।
আবার মোমের আলো জ্বলছে
আবার আলোকিত করছে চারপাশ।
এই আলোর ছায়ায় মানবের
চেহারা ভেসে উঠছে।
কিন্তু বোঝা যাচ্ছে না,তার জীবনে
কেমন কাটছে দিন।
সে মোমবাতিকে অন্তর্দৃষ্টি দিয়ে
আপন মনে দেখ;দেখবে-
অন্ধকারের ভয় কেটে যায়।
প্রার্থনা করছে প্রভুর কাছে যেন
প্রভু মুক্তির পথ দেখায়।
বুড়িচং- কুমিল্লা।।