যুবদল নেতা শাওনের মৃত্যুতে কুমিল্লায় বিএনপির গায়েবানা জানাজা

প্রতিনিধি।।

মুন্সিগঞ্জের মুক্তারপুরে গুলিতে নিহত যুবদল নেতা শহীদুল ইসলাম শাওনের গায়েবানা জানাজা শুক্রবার বাদ জুমা কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি এ গায়েবানা জানাজার আয়োজন করে। এ সময় কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবু, জেলা বিএনপির সিনিয়র নেতা আবদুর রউফ চৌধুরী ফারুক, বিএনপি নেতা মাহবুব চৌধুরী,আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, অধ্যাপক সারোয়ার জাহান দোলন, নিজাম উদ্দিন কায়সার, অধ্যাপক নেছার আহমেদ রাজু, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান বিপ্লব, তাঁতীদল নেতা মো. ওমর ফারুকসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।