রাঙ্গামাটিকে হারিয়ে চ্যাম্পিয়ন বান্দরবান

 

কুমিল্লায় আইজিপি কাপ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ও চট্টগ্রাম রেঞ্জ আন্তঃজেলা কাবাডি প্রতিযোগিতায় ফাইনালে রাঙ্গামাটি জেলা পুলিশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন বান্দরবান জেলা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের জিমনেসিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
পুরস্তার বিতরণী অনুষ্ঠানে পুলিশ সুপার ফারুক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মো. কামরুল হাসান। বিশেষ অতিথি কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন,কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল।
উল্লেখ্য- গত ২৭ জুন শুরু হওয়ায় আইজিপি কাপ কাবাডি প্রতিযোগিতায় কুমিল্লা জেলা পুলিশ, চাঁদপুর জেলা পুলিশ, ফেনী জেলা পুলিশ, রাঙ্গামাটি জেলা পুলিশ, নোয়াখালী জেলা পুলিশ, লক্ষ্মীপুর জেলা পুলিশ, চট্টগ্রাম জেলা পুলিশ, খাগড়াছড়ি জেলা পুলিশ, রাঙ্গামাটি জেলা পুলিশ, বান্দরবান জেলা পুলিশ এবং আর আর এফ চট্টগ্রাম অংশ নেয়।