রূপায়নের শো-রুমে বিভো ফোন কিনলে মিলবে এলইডি টিভি !

কুমিল্লায় আনুষ্ঠানিকভাবে যাত্রা ভিভো ফ্যাগশিপ স্টোরের

 

inside post

ঢাকা, চট্টগ্রাম ও অন্যান্য বড় নগরীর পর এবার কুমিল্লা নগরীতেও আধুনিক প্রযুক্তি আর নতুনত্বের ছোঁয়া নিয়ে প্রথমবারের মত যাত্রা শুরু করলো ‘ভিভো ফ্ল্যাগশিপ ষ্টোর’।

আজ শনিবার কুমিল্লা নগরীর কান্দিরপাড়ের রূপায়ন দেলোয়ার টাওয়ারের ৪র্থ তলায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ভিভোর নতুন শোরুম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিভো মোবাইল কুমিল্লার জি এম মি: জিনি যাও, রুপায়নের সিনিয়র জি এম রফিকুল হায়দার। এছাড়াও উপস্থিত ছিলেন মঞ্জুর আলম ভুইয়া(বাচ্চু), গোলজার হোসেন, খোরশেদ আলম ভুইয়া, সাখাওয়াত হোসেন, মো: সাদাত হোসেন, রুবেল ঘোষ, জাহিদুল হাসান, মো মাইনুর রহমান, মো: জামাল হোসেন এবং ভিভো কুমিল্লার কর্মকর্তাসহ গণ্যমান্য অতিথিরা।

অনুষ্ঠানটি কেক কাটা, দোয়া মাহফিল ও শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে উদযাপিত হয়। উপস্থিত অতিথিরা ভিভো ব্র্যান্ডের নতুন উদ্যোগকে স্বাগত জানান এবং কুমিল্লার ক্রেতাদের জন্য এটি একটি উল্লেখযোগ্য সংযোজন বলে মন্তব্য করেন।

ভিভো কুমিল্লা শোরুমের উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য থাকছে নানা রকম চমকপ্রদ অফার ও উপহার। যার মধ্যে রয়েছে, ১) নির্বাচিত মডেলের ওপর বিশেষ ডিসকাউন্ট। ২)মোবাইল কিনলেই নিশ্চিত গিফট। ৩)লাকি ড্র-র মাধ্যমে ব্র্যান্ডেড এক্সেসরিজ জেতার সুযোগ। ৪) নির্দিষ্ট সময় পর্যন্ত ফ্রি স্ক্রিন প্রটেকশন ও কভার। ৫) মোবাইল কেনার সাথে সাথে সিউর শট গিফটের ব্যবস্থা আছে।

জিনি বলেন, আজকের দিনটি আমাদের কাছে খুব ই গুরুত্বপূর্ণ যে, আজ আমরা আমাদের নতুন একটি শপ উদ্বোধন করতে যাচ্ছি। কুমিল্লাতে এটি আমাদের প্রথম শোরুম। আমার আমাদের পরিধি বাড়িয়ে তুলছি। এর আগেও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, যশোর এনং নারায়ণগঞ্জে আমাদের শোরুম চালু করেছি। ভবিষ্যতে আমরা আরো শাখা বাড়াবো। কুমিল্লার মানুষের ভিভোর প্রতি আগ্রহ আছে।

তিনি বলেন,  উদ্বোধন উপলক্ষে এখান থেকে যেকোন ডিভাইস কিনলেই আমরা সিউর শট গিফটের ব্যবস্থা রেখেছি। এছাড়া কাস্টমার বিনামুল্যে স্ক্রিন প্রটেক্টির ইন্সটল করতে পারবে। এছাড়া কাস্টমার যেকোন মোবাইল কিনলে একটা লাকি ড্র এর ব্যবস্থা আছে। যেটা আমরা আজকে থেকে ২২ তারিখ পর্যন্ত কন্টিনিউ করব। তারপর সেখান থেকে তিনজন ভাগ্যবান ব্যক্তি বেছে নিব। প্রথম ব্যক্তি পাবেন একটি এলইডি টিভি। দ্বিতীয় ব্যক্তি পাবেন একটি মাইক্রোভ ওভেন এবং তৃতীয় ভাগ্যবান ব্যক্তি পাবেন একটি রাইস কুকার। সেই সাথে সিলেক্টেড কিছু মডেলের সাথে ২ হাজার টাকার ক্যাশ ডিস্কাউন্টের ও সুবিধা আছে।

অপরজন বলেন, আমরা এখানে আমাদের সকল নিত্য নতুন ডিভাইস এবং উদ্ভাবন এখানে ডিসপ্লে করব। যা গ্রাহককের ক্রয়ের অভিজ্ঞতা করবে আরও উন্নততর। এছাড়াও ভিভো কাস্টমারদের নিয়ে তাদের পছন্দ, অভিযোগ, বিহেভিয়ার নিয়ে বিভিন্ন সময়ে গবেষণা করে থাকে। যার ফলে আমরা তাদের জন্য একটা বেটার ডিভাইস সামনে নিয়ে আসতে পারি। ভিভোর নিত্য নতুন যে ইনোভেশন আছে সেগুলা কাস্টমার এখান থেকে পাবে। -প্রেস বিজ্ঞপ্তি।

 

আরো পড়ুন