রেললাইনের পাশে যুবকের লাশ

অফিস রিপোর্টার।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদলে রেল লাইনের পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। নিহত যুবকের নাম মোঃ সজল মিয়া (২৫)। তার বাড়ি কুমিল্লা নগরী সংলগ্ন শাসনগাছা এলাকায়।

স্থানীয়রা জানান, তারা শশদীল বিজিবি ক্যাম্পের পশ্চিম পাশে এবং চট্টগ্রাম- সিলেট রেললাইনের পূর্ব পাশে যুবকের লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। সীমান্তবর্তী এই এলাকায় মাদকসেবীদের আনাগোনা। স্থানীয়রা ধারণা করছেন মাদক সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

নিহতের মা জুহুরা বেগম জানান, আমার পোলা কাইলকা ঘর থাইক্কা বাইর হয়। রাইতে আর ঘরে আইছে না। সকালে মাইনষের থাইক্কা হুনছি আমার পোলার লাশ পাওয়া গেছে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওপ্পেলা রাজু নাহা জানান, আমরা লাশের সুরতহাল তৈরি করেছি। তার কানসহ শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,তাকে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।