লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যস্থাপনার বিরুদ্ধে কুমিল্লায় বিএনপির বিক্ষোভ
আমোদ প্রতিনিধি।।
সারাদেশে লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যস্থাপনার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা মহানগর বিএনপি।
শনিবার নগরীর ধর্মসাগর পাড়স্থ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কান্দিরপাড় বিএনপির দলীয় অফিসে এসে মিছিল শেষ হয়। এখানে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতৃত্ববৃন্দ বক্তব্য রাখেন।
বক্তব্য রাখেন,কুমিল্লা মহানগর বিএনপির সাবেক আহবায়ক আমিরুজ্জামান আমির, যুগ্ম আহবায়ক হাজী জসিম উদ্দিন ভিপি, আতাউর রহমান ছুটি। এসময় উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক শাহ আলম মজুমদার,মামুনুর রশিদ মজুমদার, সেলিম খান, অ্যাডভোকেট হোসেন ,শহীদুল্লাহ রতন,মাহবুবুর রহমান দুলাল,উদবাতুল বারী আবু, বিল্লাল হোসেন,সদস্য আব্দুর রহমান, মনিরুল ইসলাম বাচ্চু,আবদুল জলিল,আব্দুল্লাহ আল মোমেন, জামাল হোসেন,রাজু খান রাজুসহ অন্যান্যরা।