‘শিক্ষার্থীদেরকে গবেষণায় উদ্বুদ্ধ করতে হবে’’



কুবিতে ১২ জন শিক্ষককে গবেষণা প্রণোদনা
প্রতিনিধি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের আয়োজনে গবেষণায় অবদান রাখায় ১২জন শিক্ষককে প্রণোদনা দেয়া হয়েছে। বিজ্ঞান অনুষদের ৫ জন, কলা ও মানবিক অনুষদের ১জন, সামাজিক বিজ্ঞান অনুষদের ১ জন, ব্যবসায় শিক্ষা অনুষদের ৩ জন এবং প্রকৌশল অনুষদের ২ জন। তাদেরকে সম্মাননা সনদ ও প্রণোদনা দেওয়া হয়। সোমবার (২০ অক্টোবর) বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে গবেষণা প্রণোদনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন।
প্রণোদনা প্রাপ্ত শিক্ষকরা হলেন পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. জে. এম. আবিদ সালমান চৌধুরী, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রাসেল মনি, পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবদুল আহাদ ও সহযোগী অধ্যাপক ড. মিথুন কুমার দাস, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শফি উল্যাহ, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ইসরাত জাহান নিমনী, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. স্বপন চন্দ্র মজুমদার, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. শহিদুল ইসলাম ও অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল হাসান, এআইএস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন এবং আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মেহেদী হাসান ও সহকারী অধ্যাপক আলিমুল রাজী।
উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী বলেন, ‘ আপনারা শিক্ষার্থীদেরকে গবেষণায় উদ্বুদ্ধ করেন। সিলেবাসে আপনাদের গবেষণা অন্তর্ভুক্ত করেন এবং শিক্ষার্থীদেরকে সেগুলো পড়ান। এতে করে শিক্ষার্থীরা গবেষণার প্রতি আগ্রহী হবে। শিক্ষার্থীরা যত বেশি গবেষণা করবে, বিশ্ববিদ্যালয়ের জন্য ততবেশি উপকার হবে। কারণ শিক্ষকের অনেক কাজ থাকে, সে কাজ করে গবেষণা করার জন্য পর্যাপ্ত সময় বের করা কষ্ট হয়ে উঠে। সে হিসেবে শিক্ষার্থীরা এখনো তরুণ, তারা বিভিন্ন বিষয় নিয়ে আমাদের চেয়ে গভীরভাবে ভাবতে পারে। আপনারা যারা শিক্ষক তাদের উচিত শিক্ষার্থীদের ভাবনার সুযোগ করে দেওয়া।’