শিশু আবদুল্লাহর ঠাঁই নিঃসন্তান দম্পত্তির ঘরে

 

আমোদ রিপোর্টার।।

কুমিল্লার দেবিদ্বার উপজেলার শুভপুরে কুড়িয়ে পাওয়া ৪০ দিনের শিশু আবদুল্লাহকে প্রশাসনের মাধ্যমে দত্তক নিলেন নিঃসন্তান এক দম্পত্তি। রোববার দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবু তাহেরের নিকট থেকে শিশুটিকে আনুষ্ঠানিক ভাবে বুঝে নেন ওই নিঃসন্তান দম্পত্তি।

 

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৬ অক্টোবর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবিদ্বার উপজেলার শুভপুর এলাকায় রাস্তার পাশে বাজারের ব্যাগ থেকে একটি শিশুকে উদ্ধার করে স্থানীয়রা। শিশুটিকে উপজেলার খয়রাবাদ গ্রামের আবদুল কাইয়ুম ও শিল্পী নামের এক নিঃসন্তান দম্পত্তি নিয়ে যান। শিশুটির নাম দেন আবদুল্লাহ।

গৃহিনী শিল্পী আক্তার বলেন, ‘আমি নিঃসন্তান। শিশুটিকে পেয়ে খুব খুশি হয়েছি। আনন্দের অনুভূতি বলে বোঝানো যাবেনা।’