শীত — রেজাউল করিম রোমেল
আরো পড়ুন:
খট্ খট্ খট্ শব্দ করে
শীত এলোরে ভাই,
শীতের এই ঠান্ডাতে আজ
কারো নিস্তার নাই।
শীতের দিনে গরম কাপড়
আরো পড় মোজা,
না-হলে-তো ঠান্ডা তোমায়
কোরে দেবে সোজা।
ঐ দ্যাখ ভাই গরিব মানুষ
কাঁপছে যে থর থর,
শীতের কাপড় পাবে কোথায়
নেইতো তাদের ঘর।