শোক শ্রদ্ধায় আফজল খানকে স্মরণ
আরো পড়ুন:
আমোদ প্রতিনিধি।।
শোক ও শ্রদ্ধায় র্ষীয়ান আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আফজল খানকে স্মরণ করা হয়েছে। শুক্রবার বাদ আছর কুমিল্লা মডার্ন প্রাইমারি স্কুল মাঠে আয়োজিত কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তার জন্য দোয়া করা হয় ।কুলখানি ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাবেক রেলমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব, আফজল খানের মেয়ে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা, সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সরোয়ার, জেলা পরিষদের সাবেক প্রশাসক আলহাজ মো. ওমর ফারুক, দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান স্বপন, সচেতন নাগরিক কমিটি সনাক কুমিল্লার সাবেক সভাপতি আলহাজ শাহ মো. আলমগীর খান, আফজল খানের ছেলে কুমিল্লা চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদ পারভেজ খান ইমরান, আওয়ামী লীগ,বিএনপি, জাতীয় পার্টি, জাসদ বাসদ, ন্যাপসহ ১৪ দলের নেতৃবৃন্দ। এছাড়া বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শহরের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনগণ।
কুলখানি ও দোয়া অনুষ্ঠানে বক্তারা বলেন, কুমিল্লার রাজনৈতিক অঙ্গন ও শিক্ষা বিস্তারে দারুণ ভূমিকা পালন করেছেন বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আফজল খান। কুমিল্লার মানুষের মাথার মুকুট ছিলেন তিনি। তার এই শূন্যতা পূরণ হবার নয়।
কুলখানি অনুষ্ঠানে প্রায় পাঁচ হাজার মানুষ অংশগ্রহণ করে।