প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১১, ২০২৪, ৯:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩০, ২০২১, ৯:০৮ অপরাহ্ণ
সংবাদপত্র বিলিকারী সমিতির নেতার পরিবারকে সহায়তা
আমোদ প্রতিনিধি।।
সংবাদপত্র বিলিকারী সমিতির নেতার নিহত পরিবারকে সহায়তা দেয়া হয়েছে।
সড়ক দুর্ঘটনায় কুমিল্লা সংবাদপত্র বিলিকারী সমিতির নেতা আবু সাঈদ চৌধুরী ও তার স্ত্রী আঞ্জুমান আরা বেগম রুমির মৃত্যুতে শোকসভা ও দোয়ার অনুষ্ঠানে এ সহায়তা দেয়া হয়। শনিবার বিকেলে কুমিল্লার একটি অভিজাত রেস্টুরেন্টে এ আয়োজন করে কুমিল্লা সংবাদপত্র ব্যবসায়ী ও বিলিকারী সমিতি। সংবাদপত্র এজেন্ট সমিতি ও বাংলাদেশ প্রতিদিনের পক্ষ থেকে এ অনুদান প্রদান করা হয়।
সংবাদপত্র ব্যবসায়ী সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি ও বৃহত্তর কুমিল্লার সভাপতি আবুল কাশেম গাফুরীর সভাপতিত্বে শোকসভা ও আলোচনা সভায় বক্তব্য রাখেন সংবাদপত্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সহ-সভাপতি এস আর মাসুম ভূঁইয়া, আলমগীর হোসেন, আবদুর রশিদ, আবদুল বাতেন, সংবাদপত্র ব্যবসায়ী বাবু, আবদুল খালেক প্রমুখ। এসময় বিলিকারী সমিতির নেতা বিল্লাল হোসেন ও মোহাম্মদ ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য- ১৬ অক্টোবর বুড়িচংয়ের হরিণধরা এলাকায় বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মারা যান সাঈদ-রুমা দম্পতি।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com